লক্ষ্মী ভান্ডারের অবৈধ টাকার জেরে স্ত্রীর নামে ডিভোর্স মামলা!

post

দক্ষিণ ২৪ পরগনা:সম্পা জানা

 দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের কুমারপুর গ্রামে অভিজিৎ পাত্র নামে এক যুবক স্ত্রীর নামে ডিভোর্স মামলা দায়ের করেছেন। কারণ? তার দাবি, স্ত্রী সম্পা ঘোড়ুই পাত্র বাপের বাড়ি থেকে অবৈধভাবে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, যা ফেরত দিতে তিনি অস্বীকার করেছেন।অভিজিৎ অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পরেই তিনি জানতে পারেন, সম্পার নামে ভাঙ্গর এলাকার এক গৃহবধূর টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকছে। রামগঙ্গা বিডিও অফিসে খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী ২৫ বছরের নিচে থাকা নারীরা এই সুবিধা পাওয়ার কথা নয়। কিন্তু সম্পা ১৭ বছর বয়স থেকেই এই টাকা পাচ্ছেন, যা নিয়মবিরুদ্ধ।অভিজিৎ অভিযোগ করেন, যখন তিনি স্ত্রীর কাছে এই টাকা ফেরত দেওয়ার কথা বলেন, তখন স্ত্রী তাতে রাজি হননি। এর ফলে দু'জনের মধ্যে বিবাদ চরমে ওঠে, এবং সম্পা একমাত্র কন্যাকে নিয়ে বাপের বাড়িতে চলে যান। পরে, সম্পার পরিবারের বিরুদ্ধে অভিজিৎ অভিযোগ তোলেন যে তারা তার পরিবারের রেশনও তুলে নিচ্ছে। শেষমেশ তিনি বাধ্য হয়ে ডিভোর্সের মামলা করেন।অন্যদিকে, সম্পার দাবি, তার স্বামী মিথ্যা কথা বলে তাকে বিয়ে করেছেন এবং বিয়ের পর থেকে নানাভাবে অত্যাচার করেছেন। তার ওপর লক্ষ্মী ভান্ডারের টাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।এখন প্রশ্ন, সত্যি কার পক্ষের? অভিজিৎ ব্যাংকের নথি দিয়ে নিজের অভিযোগ প্রমাণ করার চেষ্টা করছেন, তবে সম্পা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় চলছে, এবং সকলেরই একটাই প্রশ্নএই পরিস্থিতির সত্যতা কী?

You might also like!