শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?

post

আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: জুনিয়র চিকিৎসকরা ধর্মতলায় যে ২৪ ঘণ্টার অবস্থানে বসে ছিলেন তার প্রায় ২৩ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। শুক্রবার জুনিয়র চিকিৎসকরা যখন অবস্থানে বসেছিলেন তখন তাদের বড় দেওয়াল ঘড়িতে ৮ টা ৩০।

ইতিমধ্যে রাত পেরিয়ে দিন গড়িয়ে আবার রাত হতে চলেছে।ধর্মতলায় জুনিয়র চিকিৎসকরা তাদের অবস্থান একই ভাবে জারি রেখেছে।শুক্রবার এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন। তাদের যে আল্টিমেটাম ছিলো এবং ১০ দফা দাবি সামনে রেখে জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকার কে ২৪ ঘণ্টা সময় উল্লেখ করে ছিলেন। এই ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকার যদি তাদের দাবি না মানে তাহলে তারা আমরণ অনশনে যাবে।

শুক্রবারের মিছিল শেষ করে অবস্থানে বসার সময় জুনিয়র চিকিৎসকরা তাদের সাথে একটি ঘড়ি নিয়ে আসেন। তাঁদের কথায় "আমরা এই ঘড়ি নিয়ে এসেছি, প্রতি মিনিট,ঘণ্টার হিসাব হবে।তাই এই ঘড়ি অবস্থান মঞ্চে থাকবে।আগামী ২৪ ঘণ্টায় যদি সরকার আমাদের দাবি না মানে,তবে আমরা জীবন বাজি রেখে আমরণ অনশন শুরু করব।"

জুনিয়র চিকিৎসকদের অভিযোগ,পুলিশের বাধার কারণে ডেকরেটর কর্মীরা মঞ্চ বাঁধার কাজ না করে ফিরে গিয়েছেন। শেষমেষ জুনিয়র চিকিৎসকরা বৃষ্টির হাত থেকে বাঁচতে নিজেরাই ত্রিপল দিয়ে মঞ্চ বাঁধার কাজ শুরু করেন।

শেষ হইয়াও হইলনা শেষ ডাক্তারদের আন্দোলন। আমরণ অনশনের পথেই হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি জুনিয়র ডাক্তাররা অনশনের পথেই হাঁটেন,তাহলে রাজ্য সরকার কিছুটা হলেও নতুন করে চাপের মুখে পড়বেন।আন্দোলনের ঝাঁজ আরও তীব্রতর হবে।

You might also like!