আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: বাঁশদ্রোনীর ছাত্র মৃত্যুর ঘটনায় রাতভর ধর্ণার পর সকালে বাঁশদ্রোনি থানা গ্রেপ্তার করেছিল রুপা গঙ্গোপাধ্যায়কে। বিকেলে আলিপুর আদালত থেকে জামিনে মুক্ত হন রূপা গঙ্গোপাধ্যায়। ব্যক্তিগত ১ হাজার টাকার বন্ডে তাকে জামিন দিয়েছে আদালত।
রুপা গঙ্গোপাধ্যায় বুধবার রাতে বাঁশদ্রোণী থানার সামনে ধরনায় বসেন। স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় যারা অপরাধী তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এই দাবিতে ধর্নায় বসেন রূপা গঙ্গোপাধ্যায়। এরপর রাতভর ধর্ণার পরে সকাল দশ টা নাগাদ রুপা গঙ্গোপাধ্যায় কে গ্রেফতার করে পুলিশ। রুপা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ তাকে টয়লেটে ও যেতে দেওয়া হয়নি। পুলিশ তাকে গ্রেফতার করে ভুল করেছে এরকম মন্তব্য করেন আদালতে।
রুপা গাঙ্গুলীর গ্রেফতারী প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, রূপা গাঙ্গুলী শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন। পুলিশ এবং তৃণমূল সরকার সমালোচনা সইতে পারেনা। তাই রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করেছে।
বাঁশদ্রণীর এক স্কুল পড়ুয়া ছাত্রের পেলোডারের ধাক্কায় মৃত্যু হয়। এরপরেই উত্তাল হয় বাঁশদ্রোণী। বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। দফায় দফায় রাস্তা অবরোধ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এলাকাবাসী। অভিযোগ ওসিকে কাদার মধ্যে দাঁড় করিয়ে রাখে বেশ কিছুক্ষণ। পুলিশি প্রহরা বাড়িয়েছে বাশদ্রনি থানা।