আনন্দ বাংলা অনলাইন ডেস্ক : আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এবার টিএমসিপি নেতা আশীষ পান্ডেকে গ্রেফতার করলো। এর আগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। সিবিআই মনে করছে আর জি কর কলেজে আর্থিক দুর্নীতি হয়েছে তার সঙ্গে জড়িত রয়েছে আশীষ পান্ডে। এর আগে সিবিআই-এর ডাকে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন একদিন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছিল। সিবিআই এখনো পর্যন্ত এই মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য আরজি করের ডাক্তারি পড়ুয়া ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে ৯ আগস্ট । এরপর একজন সিভিক পুলিশ গ্রেফতার হয়েছিলেন। তারপর সন্দীপ ঘোষ কে গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রে খবর আরজি করের ঘটনার দিন সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন এই আশীষ। যে গেস্ট হাউসে উঠেছিলেন আশীষ সেই গেস্ট হাউস এর কর্মীকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত এই আশীষ পান্ডে।
উল্লেখ্য ২৫ সেপ্টেম্বর হুমকি সংস্কৃতির জন্য যাদের ডেকেছিল সিবিআই তার মধ্যে এই আশীষ পান্ডেও ছিলো।