আনন্দ বাংলা অনলাইন ডেস্ক: আর জি করের নৃশংস ঘটনার বিচার চেয়ে এবার সুর চড়ালেন অর্জুন পুরস্কার প্রাপ্ত মান্তু ঘোষ।শুক্রবার শিলিগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হন অর্জুন পুরস্কার প্রাপ্ত মান্ত ঘোষ সহ একাধিক বিশিষ্ট সমাজসেবী এবং শিখিকারাও। চলতি মাসের ৯ তারিখ ভোর ৪টা ১০ মিনিটে শিলিগুড়ির হাসমিচকে শপথ বাক্য পাঠ করা হবে বলে জানান। সচেতন সমাজ শীর্ষক সংগঠনের তরফে শপথ বাক্য পাঠ সহ মঙ্গল প্রার্থণা করা হবে। সেখানে উপস্থিত থাকবেন টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ শহরের একাধিক বিশিষ্ট জনেরা।
সকলেই একসুরে আর জি কর ঘটনার ন্যায় বিচার চাইলেন। পাশাপাশি তারা জানান, ৯ তারিখ আর জি করের ঘটনায় এক মাস পূরণ হতে চলেছে। সেই জন্য ৯ তারিখ এই দিনটিকেই বেঁছে নেওয়া হয়েছে শপথ বাক্য পাঠের জন্য। তাদের কথায়, সমাজে এখনও নারীরা সুরক্ষিত নয়। এখনও ভয়ে সিটিয়ে মহিলারা। সেক্ষেত্রে দোষীদের এবার ন্যায় বিচার চেয়ে রাত দখল, রাস্তা দখলের পর ভোরের দখল নেওয়া হবে।