ভাঙ্গড়: সম্পা জানা
আবারো ফোন করে খুনের হুমকির অভিযোগ উঠল... ফোন করে খুনের হুমকি দেওয়া হল আইএসএফ চেয়ারম্যান ও ভাঙ্গড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে, বিধানসভা যাওয়ার পথে অচেনা নম্বর থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী কে ফোন করে গলা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয় |এ প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী বলেন ৩ তারিখ পরশুদিন বেলা ১১ টার দিকে আমার ফোনে একটি কল আছে। আমি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই সময় একটা কল আসে। কলটা রিসিভ করার পর রীতিমতো আমাকে হুমকি দেওয়া হয়। আমাকে মেরে ফেলবে, আমাকে খুন করবে, আমার গলা কেটে নেবে, আমি কেন বাড়াবাড়ি করছি। এই ধরনের একাধিক কথা বলে আমাকে থ্রেট দেওয়া হয় এবং হুমকিও দেওয়া হয়। আমি যে এই সমাজের জন্য লড়াইটা করছি, এটার জন্য আমাকে পিছিয়ে আসার জন্য ভয় দেখানো হচ্ছে। আমি মানুষের কাজে নিজেকে নিয়োজিত করেছি । কোথা থেকে কি ফোন এসেছে আমি সমস্ত ডিটেলস আইন ব্যবস্থাকে জানিয়েছি ।যদিও তদন্ত সাপেক্ষ তাও আমার মনে হয় রাজ্য সরকার এই ঘটনার সঙ্গে জড়িত খুনের হুমকি পাওয়ার পর আজ জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিধায়ক। ঘটনা তদন্তে পুলিশ।