মন্দিরে পুজো দিতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু ভক্তের

post

জলপাইগুড়ি: সম্পা জানা

মন্দিরে পুজো দিতে গিয়েছিল বছর ৬০এর মায়া রানী দাস | কিন্তু পুজো দিতে গিয়ে যে ঘটবে ভয়াবহ ঘটনা তা বোধ হয় গুনাক্ষরে ও ভাবেননি ওই বৃদ্ধা এবং তার পরিবার |মন্দিরে পূজো দিতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে  মৃত্যু হল ভক্তের।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতয়ালী থানার অন্তর্গত বেরুবাড়ীর রাধা কৃষ্ণ মন্দিরে।স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন সকালে বছর ৬০ এর মায়া রানি দাস ঠাকুরকে পূজো দিতে মন্দিরে প্রবেশ করে, সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা বিষাক্ত সাপ মায়া রানি দাসকে ছোবল মারে, মায়া রানী দেবীর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আহত মায়ারানি কে দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনা প্রসঙ্গে মৃতার ছেলে ভবতোষ দাস জানান, এর আগেও সাপ দেখা গিয়েছিল তখন বন বিভাগ সাপটিকে ধরে আশপাশে ছেড়ে দিয়ে গিয়েছিল, আজ মা সকালে পুজো দিতে মন্দিরের দরজা খুলতেই পর্দার আড়াল থেকে পায়ে ছোবল দেয় সাপটি। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে |

You might also like!