জলমগ্ন হিমঘর, কৃষকদের মাথায় হাত

post

আনন্দবাংলা অনলাইন ডেস্ক: জলের তলায় হিমঘর। সমস্যার মুখে কয়েক হাজার চাষী। ব্যাবস্থা গ্রহণের আশ্বাস বিডিওর। সমালোচনায় সরব বিরোধীরা। বুদবুদের কোটা এলাকায় রয়েছে পানাগড় হিমঘর। ‌ একসময় এই হিমঘরটির ওপর ভরসা করে থাকতো পশ্চিম বর্ধমানের কাঁকসা, পূর্ব বর্ধমানের আউসগ্রাম ও বুদবুদ এলাকার কয়েক হাজার চাষি। ‌ কারণ এই এলাকার অধিকাংশ মানুষ চাষাবাদের উপর নির্ভরশীল।‌ এই হিমঘরটি দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর নতুন করে চালু করা সিদ্ধান্ত নেয় হিমঘর কর্তৃপক্ষ। প্রশাসনকে সমস্ত নথিপত্র জমা দিয়ে হিমঘরটি চালু করার চেষ্টা করছে যখন হিমঘর কর্তৃপক্ষ ঠিক সেই সময় দেখা দিয়েছে নতুন এক সমস্যা। হিমঘর কর্তৃপক্ষের অভিযোগ, বিগত তিন বছর ধরে বৃষ্টির জলের জন্য বছরের দশ মাস জলমগ্ন হয়ে রয়েছে। যার হিমঘরটি মেরামত করে চালু করাও সম্ভব হচ্ছে না। ‌ জলের নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এলাকার জল জমা হচ্ছে হিমঘরে। কোনো ব্যাবস্থা গ্রহণ করছে না প্রশাসন। কাঁকসার, বিদবিহার মলানদিঘী, সিলামপুর, কসবা, বুদবুদের মনকর, দেবশালা এলাকার আলু চাষীদের তাদের উৎপন্ন আলু প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার দূর বর্তমানে নিয়ে যেতে হচ্ছে। আর এই হিমঘর চালু হলে শুধুই কৃষকরাই উপকৃত হবেন না এরসাথে এলাকার বহু মানুষের কর্মসংস্থান হবে। হিমঘরের স্টোর ম্যানেজার ‌ পঞ্চানন সামন্ত অভিযোগ করেন,"বিগত তিন বছর ধরে হিমঘর চালুর আমরা চেষ্টা চালাচ্ছি। কিন্তু গোটা এলাকার জল হিমঘরের সামনে জমা হচ্ছে, ভেতরেও ঢুকে যাচ্ছে। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় এই সমস্যা। বিডিও, এসডিও, ও গ্রাম পঞ্চায়েতে একাধিকবার জল জমা থাকার সমস্যার কথা জানিয়েছি। কিন্তু কোন সূরাহা মেলেনি। চাষীদেরও বহু টাকা ব্যয় করে গোলসির বিভিন্ন প্রান্তের হিমঘরে যেতে হচ্ছে আলু রাখতে। আমরা কোন রকম প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না। সেই জন্যই এই সমস্যা দূর হচ্ছে না।"এক চাষী শেখ শরিফ মন্ডল বলেন,"এই হিমঘর বন্ধ থাকার ফলে চরম দুর্ভোগ চাষীদের। বাড়িতে আলু রেখতে হচ্ছে। সেই আলু পচে যাচ্ছে। আবার কম দামেও বিক্রি করে দিতে হচ্ছে। হিমঘরটি চালু থাকলে তাঁরা লাভের মুখ দেখতে পেতেন। এখন ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। দ্রুত হিমঘরটি পুনরায় চালু হোক আমরা সেই দাবিও করছি।" এই বিষয়ে আউসগ্রাম ২ বিডিও চিন্ময় দাস বলেন," বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সমস্যা সমাধানের চেষ্টা চালানো হবে।" বিজেপি নেতা রমন শর্মা বলেন,"রাজ্য সরকার মানুষের জন্য কোন কাজ করে না। চাষীদের সমস্যা হচ্ছে তবুও কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এটাই তো হচ্ছে বাংলার পরিস্থিতি।"

You might also like!