নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগ, অবশেষে সরকারি চাকরি খোয়াতে বসেছেন শুভঙ্কর

post

অনন্দোবাংলা অনলাইন ডেস্ক: পরপর দুটি শো কোজ চিঠি, যার উত্তর দেওয়ার সময় এখনো শেষ হয়নি এরই মধ্যে বৃহস্পতিবার সরাসরি সাসপেন্ডের চিঠি ধরানো হলো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক শুভঙ্কর ব্যানার্জীকে। শুভঙ্কর বাবু কাঁকসা বিডিও অফিসের নির্বাচনী দফতরের কর্মী। বৃহস্পতিবার কাজে যোগ দেওয়া মাত্রই তাকে সাসপেন্ডর চিঠি ধরানো হয়। নবান্ন অভিযানে গিয়ে গ্রেপ্তার হন শুভঙ্কর ব্যানার্জী, জামিন পাওয়ার পর সেপ্টেম্বর মাসের তিন তারিখ কাঁকসা বিডিও অফিসে কাজে যোগ দেন। সেই দিনই প্রথম শো কোজ চিঠি ধরানো হয়েছিল। উত্তর দেওয়ার শেষ সময়সীমা ছিল পাঁচ তারিখ। ফের বুধবার আরো একটি শোকোজ নোটিস ধরানো হয়। উত্তর দেওয়ার মেয়াদ ছিলো আগামী সোমবার। এরই মধ্যে বৃহস্পতিবার ডিউটিতে যোগ দেওয়া মাত্রই সাসপেন্ডের চিঠি ধরানো হয়। এই ঘটনাকে ঘিরে শোরগোল এলাকা জুড়ে। এবিষয়ে শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন,"সকালে কাজে যোগ দেওয়া মাত্রই সাসপেন্ডের চিঠি দেওয়া হয়। কাল থেকে আমি আর কাজে যোগ দেবো না। আমিও হতভম্ব হয়ে যাচ্ছি। তাহলে আমাকে আগে যে শোকজের নোটিশগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর দেওয়াটা আইনি না উত্তর না দেওয়াটা আইনি।" জেলাশাসকের নোটিশে বলা হয়েছে, শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় যে ধারায় গ্রেফতার করেছিল তার ফলে সরকারি নিয়ম মেনে সাসপেন্ড করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কাজে যোগ দিতে পারবেন না।

You might also like!