দক্ষিণ 24 পরগনা: সম্পা জানা
বেহুলা লক্ষিন্দর চাঁদ সওদাগরের কথা জানেনা এমন মানুষ খুব কমই আছেন। মনসামঙ্গল কাব্য থেকে জানা যায় মনসা দেবীর তার পুজো করার জন্য চাঁদ সওদাগরকে স্বপ্নাদেশ দিলেও মহাদেব ছাড়া কারোর পুজো করতেন না | অবশেষে চাঁদ সদাগরের সাতটি ছেলেকে বিষধর সাপে কামড়ে মেরে ফেললেন মা মনসা | তাতেও যখন চাঁদ সওদাগরের মন করলো না তখনই বাণিজ্যের উদ্দেশ্যে গেলে মনসা দেবী তুষ্ট হয়ে চাঁদ সওদাগরের নৌকাকে ডুবিয়ে দেয় | কিন্তু মহাদেবটাকে রক্ষা করে অবশেষে বেহুলার কথামতো চঞ্চল বাম হাতে মনসা দেবীকে পূজা করেন সেই থেকে মা মনসার পূজো হয়ে আসছে রায়দিঘী থানা অন্তর্গত মথুরাপুর ২ নম্বর ব্লকের বটিশ্বর গ্রামে গ্রামের মনসা পূজোতে জ্যান্ত সাপ দিয়ে সচেতন করলেন তাই গ্রামবাসী এমন কি মনস্কামনা পূর্ণ করার জন্য জলে ছাড়লেন হাঁস |মূলত এই পূজাটি প্রতিবছর ভাদ্র মাসের যেকোনো দিনে হয়ে থাকে। তাই আজ বটিশ্বর গ্রামে নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৫ তম বর্ষে এই অনুষ্ঠানটি হল। মেলায় উপস্থিত থেকে শ্যামলেন্দু হালদার বলেন আমি বিভিন্ন জায়গা থেকে সব উদ্ধার করি লোকে আমাকে সর্পপ্রেমী হিসেবে জানে | এই মেলায় উপস্থিত থেকে শ্যামল্যেন্দু হালদার বলেন কালার সাপ যখন কামড়ায় তখন মনে হয় একটা মশা কামড়েছে কিছু প্রথমে বোঝা যায় না | গভীর রাতে সব কামড়ালেও পরের দিন সকালে উঠে দেখা যায় তলপেট একটু ব্যথা করবে সমস্যা দেখা দেবে শারীরিক পরিবর্তন দেখা দেবে| চন্দ্রবোড়া সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন চন্দ্রবোড়া যদিও এখানে নেই তাও এটা মারাত্মক সাপ এটি কামড়ালে কিডনি বিকল হয়ে যায় | অনুষ্ঠানের কর্মকর্তাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় শ্যামলেন্দু হাজরা কে | অনুষ্ঠানের এক কর্মকর্তা বলেন আমরা ধর্মভীরু মানুষ তাই আমরা এই পুজো করি এবং বহু বছর ধরে এই পুজো হয়ে আসছে আশেপাশের গ্রাম থেকে এই পুজো দেখতে আসেন মনস্কামনা পূর্ণের জন্যও আসেন তাছাড়া ভেলা ভাসানো দেখার জন্য আসেন ভেলা ভাসিয়ে যে যার মনস্কামনা পূরণ করেন এবং সাথে সাথে মায়ের উদ্দেশ্যে হাঁস ছেড়ে দেন | বছরের পর বছর হয়ে আসা এই অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো ছেলে বুড়ো থেকে সকলেই মেতে ওঠে আনন্দে | আধুনিকতার সাথে সাথে মানুষের ধর্ম পরম্পরার ক্ষেত্রে যে বিশ্বাস মানুষের সাথে থেকে যায় তা আরো একবার প্রমাণ করলো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর ২ নম্বর ব্লকের বটেশ্বরী গ্রামের মনসা পূজো ও ভ্যালা ভাসানো অনুষ্ঠান |