হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু!

post

দুর্গাপুর:সম্পা জানা

 দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়, যখন রেল কলোনি এলাকার বছর দুইয়ের বর্ষা রায় মৌমাছির হুলে বিদ্ধ হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। বর্ষার পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসার অভাবে শিশুটির মৃত্যু হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের চিকিৎসকরা শিশুটির মৃত্যুর খবর জানালে পরিবার ক্ষোভে ফেটে পড়ে। হাসপাতালের ভেতরে প্রবেশ করে তারা বর্ষাকে দেখতে চায়, কিন্তু বাধা পেয়ে শুরু হয় চিকিৎসকদের সাথে তীব্র বচসা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, নার্সদের ধাওয়া করে ক্ষুব্ধ পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত পৌঁছায়।পুলিশের উপস্থিতিতেও পরিস্থিতি শান্ত হয়নি; বরং উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে ধরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। বর্ষার দিদিমা শিবানী সিংহ অভিযোগ করেন, "মৌমাছির হুলে বিদ্ধ হয়ে আমাদের ছোট্ট শিশুকে হাসপাতালে ভর্তি করেছিলাম। কিন্তু আজ তাকে দেখতে চাইলে আমাদের সাথে দুর্ব্যবহার করা হয়। চিকিৎসার গাফিলতির কারণে আমাদের শিশুটি মারা গেছে। আমরা দোষী চিকিৎসকের শাস্তি চাই।"এই ঘটনার পর, হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ, তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

You might also like!