ঘরে পড়ে রয়েছে যুবতীর লাশ। তিস্তা নদীতে ঝাঁপ পিসির।

post

জলপাইগুড়ি :  সম্পা জানা

ঘরে পড়ে রয়েছে ভাইঝির লাশ ,ঘর থেকে বেরিয়ে তিস্তা নদীতে ঝাঁপ দিল পিসি... চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে | জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটলো এমনই চাঞ্চল্যকর ঘটনা | যেখানে ঘরের মধ্যে পড়ে রয়েছে যুবতীর দেহ...ঘর থেকে বেরিয়ে  তিস্তা নদী থেকে ঝাঁপ দিয়েছে পিসি | মৃত যুবতীর নাম অঙ্কিতা ঘোষ... মৃতার মা মণিকা ঘোষ জানান  ওরা সব দিন খাটের উপর ঘুমায় আর আজ দেখি নিচে মেঝেতে ঘুমিয়ে আছে। আমরা উপরে ঘুমাই জায়গা নেই একটাই খাট। ওদের খেতে ডাকলে ওরা বলে তোমরা খেয়ে শুয়ে পড়ো আমারা পরে খাবো। মঙ্গলবার সকালে উঠে দেখতে পাই ননদ সাধনা ঘোষ একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে। তিনি জানতে চাইলে সাধনা ঘোষ বলেন ময়নাগুড়ি যাচ্ছি। হঠাৎ করেই বাড়ির মূল গেট তিনি আটকে দিয়ে চলে যান। এদিকে ছোট শিশুকে বড় মেয়ের কাছে রাখতে গিয়ে তিনি দেখেন মেয়ে মেঝেতে পড়ে রয়েছে। শরীর শক্ত হয়ে রয়েছে। মাঠে কাজ করছিল সেই সময়ে তার স্বামী অরবিন্দ ঘোষ। তিনি তাকে ডাকতে গেলে দেখেন বাড়ির মুল গেট আটকানো। এদিকে কিছুক্ষণ পর খবর আসে সাধনা ঘোষ তিস্তা নদী থেকে ঝাঁপ দিয়েছে। তাকে নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়... সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ

You might also like!