প্রায় ছয় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার। বড়োসড় সাফল্য পুলিশের

post

মালদা: সম্পা জানা

প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার... পুলিশের বারবার সতর্কতা থাকা সত্ত্বেও ব্রাউন সুগারের কারবার চলছে মালদাতে... আবারো গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা দিয়ে উদ্ধার করে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ... শুধু ব্রাউন সুগার নয়  এই ঘটনায় গ্রেফতার দুই |গত কয়েক বছর ধরেই ব্রাউন সুগার কারবারের রমরমা চলছে মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি সহ বেশকিছু এলাকায়। সাম্প্রতিককালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেফতারের ঘটনাও হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের ৬৬ টি মামলা হয়েছে। মাদক পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৮১ জনকে। এই পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ২৪ কেজি ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা। বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে।মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। এই চক্রের সঙ্গে যুক্ত আরও ক্যারিয়ার,কারিগর এবং মাথাদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল, কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ। তার পাশাপাশি বিভিন্ন গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে করা হবে মাইকিং করে | গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে মালদা জেলা পুলিশ ধারাবাহিক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পাচ্ছে |

You might also like!