সিপির ইস্তফার দাবিতে অনড় ডাক্তারি পড়ুয়ারা,লালবাজার থেকে কিছু দূরেই চলছে অবস্থান

post

আনন্দবাংলা অনলাইন ডেস্ক : ২৩ দিন পেড়িয়ে গেলেও বিচার পায়নি আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার। তার প্রতিবাদে ডাক্তারি পরিয়া ছাত্র ছাত্রীরা সোমবার লালবাজার অভিযানের ডাক দেয়।

 দুপুর দুটোয় কলেজ স্কয়ার থেকে শুরু হয় মিছিল। একটা সময় মিছিল আটকে দেয় পুলিশ। বলে আর এগোতে দেওয়া হবেনা। সেখানেই অবস্থানে বসে জুনিয়র ডাক্তাররা। পুলিশ জানায় ওরা যদি শান্তিপূর্ণ অবস্থান করতে চায় করুক। কেবলমাত্র কুড়িজনের প্রতিনিধি দলকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে সেই শর্ত মানতে রাজি নয় আন্দোলন কারীরা। হয় মিছিল এ কত দিতে হবে নয়তো অবস্থান চালিয়ে যাবেন তারা।

  রাস্তা বন্ধ করে অবস্থানে বসে পড়ে আন্দোলনকারীরা । নতুন উদ্যানে চলছে রাস্তা লিখন। সাদা লাল হলুদ কালো কালিতে স্লোগান লিখে রাস্তা ভরাচ্ছেন আন্দোলনকারীরা।

 লালবাজার চত্বরে পৌঁছানোর পথে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।মিছিলের ব্যারিকেড তৈরি করে পুলিশ।

You might also like!