গঙ্গাসাগরে ছাত্রীর শ্লীলতাহানি অভিযোগে স্কুলে উত্তেজনা

post

গঙ্গাসাগর: সম্পা জানা

গঙ্গাসাগরের বামনখালী এমপিপি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রকাশ জানা ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করেন এবং শ্লীলতাহানি করেন। ঘটনা জানার পর, ছাত্রীর পরিবার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায়। কিন্তু অভিযোগ, প্রধান শিক্ষক পুলিশে অভিযোগ না করার জন্য পরিবারকে বারবার হুমকি দেন। স্থানীয় বাসিন্দা বলেন, গত শুক্রবার ক্লাস সেভেনের ছাত্রীর ওপর একজন শিক্ষক তার অফিস রুমে যৌন নির্যাতন করেছেন । গত পরশুদিন আমরা ওই শিক্ষকের সঙ্গে দেখা করেছিলাম। অবিলম্বে আমরা দাবি করেছিলাম অভিযুক্ত শিক্ষক তার পদত্যাগ চাই কঠোরতম শাস্তির দাবি চাই। যতক্ষণ পর্যন্ত কোন শাস্তি না হয় স্কুল বন্ধ থাকবে। কারণ যেখানে স্কুলে ছাত্রছাত্রীরা নিরাপদ নয় নিরাপদের সুনিশ্চিত করতে হবে আপনারা কোন গুরুত্ব না দিলে কোনভাবে স্কুল খোলা যাবে না। আমরা আজকে প্রধান শিক্ষক মহাশয় কে জানাচ্ছি উনি যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করেন। ওই শিক্ষকের পদত্যাগ চাই বলে জানান।এই ঘটনার প্রতিবাদে আজ স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় অভিভাবক এবং গ্রামবাসীরা। তাদের দাবি, অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের অপসারণ এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। স্কুলে কোনো শিক্ষক-শিক্ষিকাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভকারী মহিলা জানান, এইরকম নাবালিকা ছাত্রীকে এরকম করাটা উচিত নয়। নাবালিকা হোক বা সাবালিকায় হোক তাতে একটা সমাজের সম্মান রয়েছে। ঐ রকম করাটা উনার উচিত হয়নি।এদিকে, বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাদের উপর হামলা চালায় এবং জোর করে স্কুলে ঢোকার চেষ্টা করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। স্কুল চত্বরে উত্তেজনা প্রশমিত করার জন্য দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। অভিভাবক ও গ্রামবাসীদের দাবি, এমন ঘটনা আর যাতে না ঘটে, তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

You might also like!