বিদ্যুতের বিল নিয়ে বউমার উপর হাসুয়ার কোপ মারলেন শশুর-শাশুড়ি

post

হরিশ্চন্দ্রপুর:সম্পা জানা

 বিদ্যুতের বিল পরিশোধ নিয়ে বিবাদের জেরে বউমাকে হাসুয়ার কোপে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুরের গাঙ্গনদীয়া গ্রামে ঘটে এই ঘটনা। অভিযোগকারীর মা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানা গেছে, সাজেনুর খাতুন (৩৫) নামের বধূর সঙ্গে তার শ্বশুর আব্দুল রোফ (৫৭) ও শাশুড়ি আনেশা বিবি (৫০) বিদ্যুতের বিল পরিশোধ নিয়ে বিবাদে জড়ান। তাদের বাড়িতে একটি মিটার রয়েছে, যার মাধ্যমে ছেলে আনেসুর রহমান ও তার বাবা আব্দুল দীর্ঘদিন ধরে বিদ্যুত ব্যবহার করে আসছেন। বিল পরিশোধ কে করবে তা নিয়ে বিবাদ গড়ায় হাতাহাতিতে। স্বামী আনেসুর রহমান ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। এই সুযোগে শ্বশুর-শাশুড়ি বধূকে বেধরক মারধর করে। অভিযোগ, তারা শাবল দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং হাসুয়ার কোপে বাম হাত জখম করে। পরিবারের লোকেরা বধূকে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এখানে তার মাথায় ১২টি ও হাতে ৬টি সেলাই করা হয়।জখম বধূ অভিযোগ করে বলেন, “বিয়ের কয়েক বছর পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা মানসিক ও শারীরিকভাবে আমাকে অত্যাচার করছিল। সংসারের কথা ভেবে সব সহ্য করেছি। কিন্তু এই ঘটনার পর আমি আর সহ্য করতে পারি না। ঘটনার পর অভিযুক্ত শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে এবং পুলিশ তাদের খোঁজ করছে।

You might also like!