খবরের শিরোনামে উঠে এলো আবারো এক সিভিক ভলেন্টিয়ার এর কীর্তি... আরজিকর কান্ড আমাদের দেখিয়েছে সিভিক ভলেন্টিয়ার এর দৌরাত্মক কত দূর.. মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পরেও... দৌরাত তো কমেনি সিভিক ভলেন্টিয়ারদের জলপাইগুড়ি কোতোয়ালি থানার ঘটনা আবারও তা প্রমাণ করলো| ড্রাগস সহ গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার.. গ্রেপ্তার হওয়া ভলেন্টিয়ার এর নাম কিশোর রায়... ধৃত অপর জনের নাম সমীর মন্ডল|জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়ায় তিস্তা নদীর চরে দুই যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয়রা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন এক যুবক নিজেকে সিভিক ভলান্টিয়ার হিসেবে পরিচয় দেয়। এরপর স্থানীয়রা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ এসে ওই দুজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেড়গ্রাম ব্রাউন সুগার এবং নেশা করার ৯৩টি ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদের মধ্যে সিভিক ভলান্টিয়ার পরিচয় দেওয়া যুবকের দাবি, তারা নিজেরা নেশা করার জন্য ওই মাদক কিনেছিলেন। তিনি আরো বলেন দাদারা চাইছিল তাই ব্রাউন সুগার নিয়ে যাচ্ছিলাম|পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের নাম সমীর মণ্ডল, সে জলপাইগুড়ি শহরের কিং সাহেব ঘাট এলাকার বাসিন্দা। অপরজনের নাম কিশোর রায়। তার বাড়ি বানারহাটের কলাবাড়ি এলাকায়। বানারহাট থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলো এই কিশোর রায়। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় গত ১৬ই আগস্ট তাকে সিভিকের কাজ থেকে অপসারণ করা হয় বলে জানিয়েছেন, জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে। দুজনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে(NDPS Act.) মামলা রুজু করা হয়েছে। আজ, শুক্রবার দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং রিমাণ্ডে নেওয়া হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।এর আগে আর জি কর কাণ্ড সহ একাধিক ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের নাম জড়িয়েছে। এবার মাদক সহ এক প্রাক্তন সিভিকের গ্রেফতারির ঘটনায় ফের চাঞ্চল্য তৈরী হয়েছে।
ব্রেকিং নিউজ
- ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব, কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি