উচ্ছেদের আতঙ্কে দোকানদারের মর্মান্তিক মৃত্যু

post

দুর্গাপুর: ডিএসপির উচ্ছেদের নোটিসের পর দুর্গাপুর থানার খোলা মার্কেটে এক দোকান ভাঙার সময় প্রাচীর চাপা পড়ে মৃত্যু হয়েছে সমীর চক্রবর্তী (৪৬) নামে এক ব্যক্তির। ধোবিঘাটের বাসিন্দা সমীরবাবু দোকান ভাঙার কাজ করছিলেন, তখনই আচমকা প্রাচীর ভেঙে পড়ে। পরিবারের সদস্যদের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় প্রথমে শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি। পরে সিটি সেন্টারের অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, সেখানেও চিকিৎসা শুরু হওয়ার আগেই তার মৃত্যু হয়। সমীরবাবুর ছেলে বাবলু চক্রবর্তী জানিয়েছেন, “উচ্ছেদের নোটিসের পর থেকেই বাবা খুবই আতঙ্কিত ছিলেন। আমাদের দাবি, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং পরিবারের একজনকে চাকরি দিতে হবে।” ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন, “খবর পাওয়া মাত্রই আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ক্ষতিপূরণ হিসেবে ১ লক্ষ টাকা দেওয়া হবে। তবে, ইস্পাত কারখানা কর্তৃপক্ষের উচ্ছেদ প্রক্রিয়ার পর কোনও বিকল্প ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমরা এই উচ্ছেদ বন্ধের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছি এবং সমীরবাবুর পরিবারকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছি।”এলাকায় এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা।

You might also like!