আর জি কর কাণ্ডের পর কেটে গেছে অনেকটা দিন... এই ঘটনায় প্রতিবাদ মিছিলের ঝড় উঠলেও অধরা থেকেছেন দোষীরা.... সারা রাজ্য জুড়ে তাই নবান্ন অভিযান হবে বলেই ঠিক করে ছাত্র সমাজ... সেই হিসেব মতোই বিভিন্ন জায়গা থেকে নবান্ন অভিযানে আসতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে ছাত্রসমাজকে.... যেখানেই দুর্গাপুর স্টেশনে নবান্নমুখীদের আটকানোর চেষ্টা করছে জিআরপির পুলিশ কর্মীরা..দুর্গাপুর স্টেশনে ছাত্র সমাজকে আটকানোর চেষ্টা পুলিশে। জাতীয় পতাকায় ফাইবার স্টিক লাগিয়ে নিয়ে যেতে হবে জিআরপি পুলিশ এই বার্তা দেওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন দুর্গাপুরের চার নম্বর প্লাটফর্ম এ, রীতিমতো প্লাটফর্ম এই মহিলারা মিছিল শুরু করে দেয়, ক্ষোভে ফেটে পড়েন পুলিশের বিরুদ্ধে। কেন আটকানোর চেষ্টা হচ্ছে প্রতিবাদে সরব হন ছাত্র সমাজ পরে বিজেপি নেতৃত্ব। এমনকি মহিলারাও ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর রেল স্টেশনে। পড়ে পিছু হটতে বাধ্য হয় জিআরপি পুলিশ।কাঁকসা থেকে নবান্ন অভিযানের উদ্দেশ্যে কলকাতায় রওনা দেওয়ার আগেই পুলিশের বাধার মুখে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সাথে বিজেপি নেতা রমন শর্মা। পানাগড় রেল স্টেশনে কাঁকসা থানার পুলিশ আটকে দেয় তাদের। তবুও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও বিজেপির বহু কর্মী রওনা দেন ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে। জাতীয় পতাকা নিয়ে কলকাতার উদ্দেশ্যে যেতে দেখা যায়। এ প্রসঙ্গে এক নবান্ন অভিযান কারীর গলায় শোনা যায় প্রতিবাদী সুর... তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে সারা রাজ্যে অসন্তোষ দেখা দিয়েছে... আমরা যারা নবান্ন অভিযান করতে চাইছি তাদেরকে বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে... সিভিক দিয়ে নাম্বার নোট করাচ্ছে যাতে পরবর্তীকালে আমাদেরকে কেস দিয়ে শাস্তি দেওয়া যায়... কিন্তু আমরা বলে রাখি আমাদের কোন ভাবেই আটকানো যাবে না... এই লক্ষ্য আর জি কর কাণ্ডে যারা দোষে তারা শাস্তি পাক
ব্রেকিং নিউজ
- ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব, কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি