মাত্র একদিন আগেই বিদেশ থেকে বাড়ি আসে ছেলে... এর মধ্যেই ঘটে গেল ভয়াবহ ঘটনা... যদিও বড় বিপদ থেকে মুক্তি পেলো ছেলে এমনটাই জানাচ্ছেন মা... বিদেশ ফেরত ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার দুই অপহরণকারী।পুলিশ সূত্রে খবর রবিবার দুপুরে চাপড়া থানার তালু হুদা গ্রামের বাসিন্দা উস্তম শেখ সদ্য বিদেশ থেকে বাড়িতে আসে। মায়ের সাথে এক পরিচিতের বাড়িতে গিয়েছিল উস্তম। পরিচিতের বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে আমজাদ শেখ সহ আরেক বন্ধু উস্তমকে অন্য একটি গাড়িতে করে তুলে নিয়ে যায় বর্ধমান জেলার নাদন ঘাট থানার একটি হোটেলে। ছেলে বাড়িতে না ফেরাই একাধিকবার ফোন করেছিল তার মা। কিন্তু ছেলে উস্তম মায়ের ফোন ধরছিল না।এরপর সেই হোটেল থেকেই ছেলের মোবাইল থেকে তার মায়ের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। সাথে সাথে চাপড়া থানা দারস্থ হয় তার মা।চাপড়া থানার পুলিশ তদন্ত নেমে মোবাইল ফোনের সূত্র ধরে অপহরণকারীদের গতিবিধি নজরে রাখে। চাপড়া থানার আলফা গ্রামের বাসিন্দা আমজাদ শেখ এবং ফিরোজ শেখ নামে দুজনকে গ্রেফতার করে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়।
ব্রেকিং নিউজ
- ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব, কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
- শেষ হইয়াও হইলনা শেষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন!অবশেষে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা?
- ডাক্তারদের মিছিলে ধর্মতলায় তুলকালাম,অবস্থান তুললেও আমরণ অনশনের আল্টিমেটাম
- আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ট আশীষ পান্ডে কে গ্রেফতার করলো
- সকালে গ্রেফতার বিকালে জামিনে মুক্ত রূপা গাঙ্গুলি