মেদিনীপুরে ভোটারদের প্রভাবিত করতে চানাচুর-মুড়ির প্যাকেট বিতরণ!

post

মেদিনীপুর:সম্পা জানা

ভোটারদের প্রভাবিত করতে ভোটের দিন তৃণমূলের তরফে বিতরণ করা হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়িএমনই অভিযোগ উঠেছে মেদিনীপুরের গুড়গুড়ি পাল থানার অন্তর্গত চার নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের লোহাটিকরি প্রাথমিক বিদ্যালয় বুথের সামনে। স্থানীয়রা জানান, ভোটের পরেই হাতে তুলে দেওয়া হচ্ছে এই প্যাকেট, যা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা।বুধবার সকাল থেকেই বুথের সামান্য দূরেই ভোটারদের হাতে প্যাকেট তুলে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের কয়েকজন সংবাদমাধ্যমের সামনে বিষয়টি স্বীকারও করেন। মেঘনাথ নায়েক নামের এক তৃণমূল কর্মী জানান, ভোটারদের কাছে সমর্থন পাওয়ার জন্য সকাল থেকেই তাদের চানাচুর-মুড়ির প্যাকেট বিতরণ করা হচ্ছে।বিরোধী শিবিরের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে এমন পদক্ষেপ নিয়েছে তৃণমূল। অন্যদিকে, ভোটকেন্দ্রের বাইরে বিতরণ হওয়া এই প্যাকেটের ছবি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিরোধী দলের দাবি, এই ধরনের পদক্ষেপ নির্বাচনী বিধি লঙ্ঘনের সামিল। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বিরোধীরা নির্বাচনী কমিশনের কাছে বিষয়টির প্রতিকার দাবি করেছে।নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি শুধুমাত্র একধরনের শিষ্টাচার।

You might also like!