মালদায় আম গাছে ঝুলন্ত দিনমজুরের দেহ, পরিবারের খু*নের অভিযোগ

post

মালদা: সম্পা জানা

মালদা জেলার ভুতনি থানার শঙ্করটোলা বাঁধ এলাকায় আমগাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দিনমজুর বিজয় মণ্ডলের (৪৫) দেহ। মঙ্গলবার সাত সকালে দক্ষিন চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বিজয় মণ্ডল পেশায় দিনমজুর ছিলেন। মৃতের পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় গ্রামের এক বাসিন্দা তার বাড়িতে এসে কিছুক্ষণ থেকে তাকে সাথে নিয়ে বেরিয়ে যায়। সেই রাত থেকেই বাড়ি ফেরেননি বিজয়। পরিবারের লোকজন সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পায়নি। পরদিন সকালে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি আমগাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে তার মৃতদেহ শনাক্ত করেন।পরিবারের অভিযোগ, মৃতদেহে ধুলোমাটি লেগে থাকায় তাদের সন্দেহ এটি একটি পরিকল্পিত খুন। তাদের দাবি, বিজয় মণ্ডলকে হত্যা করে তার দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। খবর দেওয়া হলে ভুতনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভুতনি থানার পুলিশ জানিয়েছে, এটি খুন নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পরিষ্কার হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজয় মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামবাসী পরিবারবর্গের মধ্যে।

You might also like!