দুর্গাপুরে কো অপারেটিভ নির্বাচনে সিপিএমের মহিলাদের মনোনয়নপত্র দাখিল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের দুষ্কৃতিদের বিরুদ্ধে।

post

দুর্গাপুর:সম্পা জানা

দুর্গাপুরে ১২ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া মহিলা কোঅপারেটিভ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। শাসক দলের দুষ্কৃতীরা মনোনয়নপত্র দাখিল করতে বাধা দেওয়ায় সিপিএম রাস্তায় নামল এবং সিটি সেন্টারের গুরুত্বপূর্ণ রাস্তায় বিক্ষোভ শুরু করে। পুলিশের সাথে বাকবিতণ্ডার পর সিপিএম কর্মী সমর্থকরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ দেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না।সিপিএম কর্মী নিলাম দাস অভিযোগ করেন, "আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সকাল থেকে যখন আমরা দাখিল করতে গিয়েছিলাম, তখন তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের বাধা দেয়, মারধর করে এবং মোবাইল ফোন কেড়ে নেয়। পুলিশ কিছুই করেনি। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। যদি প্রয়োজন হয়, জাতীয় সড়কও অবরোধ করব।"এদিকে, জেলা তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, "আমাদের কর্মীরা কখনোই বাধা দেয়নি। তারা নির্বাচনে হারবে, তাই আগের থেকেই অশান্তি সৃষ্টি করতে চাইছে।"সিপিএমের আন্দোলনের মাঝে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে উত্তেজনা কমানোর জন্য এখনও কোনো সুষ্ঠু সমাধান আসেনি।

You might also like!