কাঁধে করে নিরঞ্জনের পথে বুড়িমা, কৃষ্ণনগরের ঐতিহ্যে উচ্ছ্বসিত হাজারো মানুষ

post

কৃষ্ণনগর: সম্পা জানা

চিরাচরিত প্রথা মেনে মঙ্গলবার কৃষ্ণনগরের রাজপথে বেরিয়ে পড়লেন জগদ্ধাত্রী পুজোর প্রতিমা, নিরঞ্জনের উদ্দেশ্যে। এদিন সকাল আটটার দিকে কৃষ্ণনগরের রানী বুড়িমার নেতৃত্বে জলঙ্গির ঘাটের পথে চলতে শুরু হয় শোভাযাত্রা। ইতিমধ্যেই শেষ হয়েছে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। প্রতিমা নিরঞ্জনের প্রথা মেনে একে একে বিভিন্ন বারোয়ারি, যেমন বাঘাডাঙ্গা, গোলাপট্টি, রাধানগর, হাতার পাড়া, কাঁঠালপোতা এবং মালোপাড়াসবাই তাদের প্রতিমা বেহারাদের কাঁধে করে নিয়ে আসে রাজপথে। প্রথমে প্রতিমা নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়ি থেকে ঘুরিয়ে রাজপথ দিয়ে একে একে চলতে থাকে নিরঞ্জনের এই শোভাযাত্রা, যা রাতভর অবিরাম চলতে থাকে। উৎসবের অংশ হিসেবে একের পর এক বারোয়ারির প্রতিমা নিরঞ্জন ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। হাজারো মানুষ রাস্তার দু'পাশে দাঁড়িয়ে এই বিশাল শোভাযাত্রা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেন।শেষের দিকে বাঘাডাঙ্গা বারোয়ারির পরে কাঁঠালপোতা বারোয়ারির ছোটমা নিরঞ্জনের পথে পা বাড়ান। তাঁর ঠিক পরেই রাজপথে প্রবেশ করেন বুড়িমা, সঙ্গে শতাধিক ঢাকের মেলা। বেহারাদের কাঁধে চলতে থাকা বুড়িমার এই রাজকীয় যাত্রা শেষে পৌঁছায় নিরঞ্জন ঘাটে, যেখানে সারা বছরের জন্য বিদায় দেওয়া হয় জগদ্ধাত্রী দেবীকে।

You might also like!