অন্ডাল:সম্পা জানা
শুভেন্দু অধিকারীর মতে, ডাক্তারদের আন্দোলনের শুরু থেকেই আমরা তাদের পাশে ছিলাম। কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা সন্ধি করায়, আমরা আর তাদের সাথী থাকিনি।" তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর অটল মনোভাব এবং তৃণমূলের রাজনীতিই এই পরিণতির জন্য দায়ী।ঝাড়খণ্ডের দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিতে অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হয়ে ঝাড়খণ্ডের পথে রওনা দেওয়ার সময় তিনি আরো বলেন, তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি। মুখ্যমন্ত্রীর ভাইপো কি বলেছেন, তা কোম্পানির মালিকই বলতে পারবেন।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হয় এবং হিন্দু ভোটাররা মুক্তভাবে ভোট দিতে পারে, তাহলে তৃণমূল সরকার টিকবে না। শুভেন্দু বলেন, “গত নির্বাচনে হিন্দুরা ভোট দিতে পারেনি, কারণ ভোট দিতে দেওয়া হয়নি। মুক্তভাবে ভোট হলে, তৃণমূল অবশ্যই পরাজিত হবে।শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এভাবে সরাসরি আক্রমণাত্মক মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া কী আসে, সেদিকেই তাকিয়ে সকলে।