চিতাবাঘের আতঙ্ক: গাছের মগডালে প্রাণ বাঁচাতে পালালো

post

ডুয়ার্সে:সম্পা জানা

ডুয়ার্সে মানুষের সঙ্গে বন্য প্রাণীর সংঘাত অব্যাহত। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানাবাড়ি চা বাগানে। চেল নদীর পশ্চিম পাশে অবস্থিত এই চা বাগানে গত কয়েক বছর ধরে চিতাবাঘের উপদ্রব বেড়েছে। বনকর্মীরা এর আগে খাঁচা পেতে চিতাবাঘ ধরার চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। চিতাবাঘ মাঝে মাঝে শ্রমিক মহল্লায় ঢুকে ছাগল, শূকর টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটায়, ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজমান।সোমবার সকালে চা বাগানের শ্রমিকরা সিএম ১৪ নম্বর সেকশনে পাতা তোলার কাজে যান। হঠাৎ করেই তারা নালার মধ্যে তিনটি চিতাবাঘকে ঘাপটি মেরে বসে থাকতে দেখে। তিনটি চিতাবাঘ একসাথে দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করে। শ্রমিকদের চিৎকারে দুই চিতাবাঘ পালিয়ে যায়, তবে একটি চিতাবাঘ গাছের মগডালে উঠে পড়ে।ঘটনার খবর পেয়ে মালবাজার থেকে ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা চিতাবাঘের অবস্থান পর্যবেক্ষণ করে এবং উপস্থিত ভিড়কে সরে যাওয়ার আবেদন জানায়। চা বাগানের শ্রমিক বিষ্ণু ওরাও জানান, "চিতাবাঘের উপদ্রব তো আছে, তবে এই রকম ঘটনা আগে কখনও ঘটেনি।" সকাল ১১টা পর্যন্ত চিতাবাঘটিকে গাছের ডালে অবস্থান করতে দেখা যায়। বনকর্মীরা জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে ট্রাঙ্কুইলাইজার প্রয়োগ করা হবে।

You might also like!