পূর্ব মেদিনীপুর:সম্পা জানা
ঘূর্ণিঝড় দানার আতঙ্ক কাটতে না কাটতেই নয়া চিন্তায় পড়েছেন মেদিনীপুরের মৃৎশিল্পীরা। স্যাঁতসেঁতে আবহাওয়ায় শুকোচ্ছে না কালীপুজোর প্রতিমা। হাতে মাত্র তিনদিন, অথচ প্রতিমা এখনও রং করার অবস্থায় নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েকদিনের অনিয়মিত বৃষ্টির কারণে প্রতিমা বের করে রোদেও দেওয়া যাচ্ছে না। মেদিনীপুর শহরের ধর্মা এলাকার এক মৃৎশিল্পালয়ে দেখা যায়, প্রতিমা শুকানোর জন্য আগুন জ্বালিয়ে ও ফ্যান চালিয়ে চলছে মূর্তি শুকানোর কাজ। শিল্পীদের বক্তব্য, মাটি না শুকোলে রং করা যাবে না, তাই দ্রুত প্রতিমা প্রস্তুত করার চেষ্টায় তাঁরা আপ্রাণ চেষ্টা করছেন। মৃৎশিল্পী এক ব্যক্তি জানান, "এই বছর প্রায় ৬৫টি প্রতিমার অর্ডার রয়েছে। কিন্তু আবহাওয়ার কারণে প্রতিমা শুকিয়ে তৈরি করা যাচ্ছে না। রোদ উঠছে না বলে সমস্যা বাড়ছে। তাই ফ্যান চালিয়ে মাটির কাজগুলো শুকানোর চেষ্টা করছি।" চলছে কালী ও জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি, কিন্তু স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে মেদিনীপুরের শিল্পীরা সমস্যায়। সকলেরই আশা, দ্রুত আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ উঠবে, আর তাতেই শোকানো যাবে প্রতিমা।