পূর্ব মেদিনীপুর : সম্পা জানা
আসন্ন দীপাবলি উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদায় কয়েকশো কালীপূজো হয়। শহর থেকে গ্রামে নানা মন্ডপে থিম ও আলোকসজ্জায় ভরপুর থাকে পুজো। কিন্তু এ বছর মাইকের সাউন্ডের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। রবিবার রাতে মারিশদা থানায় পূজো কমিটি, সাউন্ড ও ডেকোরেটার্সের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় কাঁথি মহকুমার এসডিপিও দিবাকর জানা এবং মারিশদার ওসি বুদ্ধদেব মাল উপস্থিত ছিলেন। কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজও সভায় অংশ নেন।সভায় পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়, কালীপূজোর সময়ে যে সমস্ত সাউন্ড বাজানো হবে তা নির্দিষ্ট সংখ্যক স্পিকারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। গভীর রাত পর্যন্ত মাইক বাজানো যাবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ করতে হবে। ডেকোরেটার্সদের নির্দেশ দেওয়া হয়েছে, রাস্তার ওপর গেট বা আলোকসজ্জার প্যান্ডেল স্থাপন করা যাবে না, যাতে কোনো যানবাহন চলাচলে বাধা সৃষ্টি না হয়। আলোচনা সভায় পুলিশ প্রশাসন থেকে বার্তা দেওয়া হয়েছে, সকলের জন্য সুস্থ ও শান্তিপূর্ণ কালীপূজো উৎসব নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শ্রুতিমধুর সাউন্ডের মাধ্যমে কালীপূজো হবে, যা কারোর জন্য অস্বস্তিকর হবে না। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রতিটি পূজা কমিটিকেও সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।