খাল থেকে সরকারি চাল উদ্ধার, চাঞ্চল্য পটাশপুরে

post

পূর্ব মেদিনীপুর: সম্পা জানা

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর নং ব্লকের বজলালপুর গ্রাম পঞ্চায়েত পটাশপুর নং ব্লকের শ্রীরামপুরের মধ্যবর্তী এলাকায় একটি খালের নিচে বস্তা ভর্তি সরকারি স্টেম্প লাগানো চাল উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা রাস্তা দিয়ে যাওয়ার সময় খালের ওপর কচুরিপানায় আটকে থাকা অচেনা বস্তা দেখে সন্দেহজনক মনে করে। কৌতূহলবশত সেই বস্তা তোলার পর দেখা যায়, ভেতরে রয়েছে সরকারি স্টেম্প লাগানো চাল।খবর পাওয়ার পর পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় ১০০ বস্তা চাল উদ্ধার করে। রাতের অন্ধকারে কে বা কারা এই বিপুল পরিমাণ চালের বস্তা খালের জলে ফেলে দিয়েছে, তা নিয়ে চলছে তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান, কোন অসাধু ব্যবসায়ী বা রেশনের জালিয়াত চক্র এই ঘটনায় জড়িত থাকতে পারে।স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বর্ষাকালে এই খালে সাধারণত জল বাড়ে না, তাই কচুরিপানার নিচে লুকিয়ে থাকা বস্তাগুলি বেশ কিছুদিন ধরে পড়ে থাকতে পারে। গ্রামবাসীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, কেননা সরকারি স্টেম্প লাগানো চাল খালে ফেলার ঘটনায় রেশন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চালের উৎস এবং এর সঙ্গে কারা যুক্ত রয়েছে তা খুঁজে বের করার জন্য তদন্ত জোরদার করা হয়েছে।

You might also like!