কাঁথি এক নম্বর ব্লক এ ডানার ঝড়ে ত্রাণ বিলি নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

post

কাঁথি:সম্পা জানা

গত পরশু ২৪.১০.২০২৪ তারিখ কাঁথি এক নম্বর ব্লকের মাজিলাপুট অঞ্চলের বগুড়ান জলপাই আইলা সেন্টারে আড়াইশো জন মানুষ আশ্রিত ছিলেন। মাজিলাপুট অঞ্চলের প্রধান এর রিপোর্ট অনুযায়ী ব্লক প্রশাসন ২৫০ জনের খাবার এর ব্যবস্থা করেন। কিন্তু  ওই আইলা সেন্টারে ৫০ জনের ও খাওয়ার নেই। তখন সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।এমনই অভিযোগ করেন আমিন সোহেল।  খবর পেয়ে ঘটনাস্থলে কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরোধী দলনেতা আমিন সোহেল পৌঁছান এবং দেখেন বিজেপির মন্ডল সভাপতি শংকর মান্না, বগুড়ান জলপাইয়ের নেতা আশিস ওঝা পঞ্চায়েত প্রধানের নির্দেশে সরকারি খাওয়ার বিলি করছেন। বিরোধী দলনেতা আমিন সোহেল আড়াইশো জনের খাবারের হিসেব চেয়ে প্রশ্ন করায় তারা কোন উত্তর দিতে পারেনি। আমিন সোহেল আরও অভিযোগ করেন ঝড়ের সময় বিজেপির নাম লেখা, পোশাক পড়ে সরকারি খাবার বিলি করছেন বিজেপির নেতারা। আরো অভিযোগ করেন যে কাঁথি এক পঞ্চায়েত সমিতির সভাপতি কে ঝড়ের দিন রাতে কোথাও দেখতে পাওয়া যায়নি অথচ পরের দিন সকালে তিনি রাজনীতি করার জন্য রাস্তায় নেমেছেন। আমিন সোহেল আরও বলেন আইলা সেন্টারের চাবি থাকে বিজেপির মন্ডল সভাপতি শংকর মান্নার কাছে। সেই রাতে আমিন সোহেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সেখানকার যেসব মানুষরা আহার পাননি তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেন। তিনি আরো ক্ষোভ প্রকাশ করেন যে বিগত দিনে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে ক্ষমতায় থাকাকালীন এই ধরনের দুর্নীতি হয়নি। এবং তিনি আরও বলেন ঐদিন রাতে আয়লা সেন্টারে বিদ্যুৎ ব্যবস্থা অচল হওয়ায় কাঁথি এক নম্বর ব্লকের বিডিও এবং আমিন সোহেল নিজে ডিজির চাবি শংকর মান্নার বাড়িতে আনতে যান এবং এই সকল দুর্নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানান

You might also like!