ইসলামপুর:সম্পা জানা
বয়স মাত্র আড়াই বছর। এই বয়সে শিশুরা সাধারণত শব্দের সঠিক উচ্চারণও শেখে না। অথচ ইসলামপুরের স্বর্ণালী দে যা করে দেখিয়েছে, তা অবাক করার মতোই। এই ছোট্ট বয়সেই দেশের নাম, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের রাজধানীসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নির্ধিদায় বলে দিতে পারে স্বর্ণালী। শুধু তাই নয়, মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ, জাতীয় সঙ্গীত, সপ্তাহের নাম, মাসের নাম, ছড়া, এমনকি বাংলা ও ইংরেজিতে এক থেকে কুড়ি পর্যন্ত গণনাও জানে সে। স্বর্ণালীর এই অসাধারণ প্রতিভার জন্য তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ইসলামপুরের থানা কলোনী এলাকার এই শিশুটির এমন কৃতিত্বে গর্বিত তার পরিবার। স্বর্ণালীর মা প্রীতি দে জানান, মেয়ের মধ্যে অসাধারণ প্রতিভা দেখে তিনি রেকর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সমস্ত কিছু যাচাই-বাছাই করার পর, স্বর্ণালীকে এই খেতাব দেওয়া হয়। প্রীতি দেবী বলেন, "মেয়েকে আমি সবসময় বিভিন্ন বিষয় নিয়ে গল্প বলি, গান শোনাই। তাকে মোবাইল ফোন ব্যবহার করতে দিই না। জাতীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শোনানোর অভ্যাস করিয়েছি।"স্বর্ণালীর এই প্রতিভার পিছনে তার মায়ের আন্তরিক পরিশ্রম ও ভালোবাসা অনস্বীকার্য। প্রীতি দেবী চান, মেয়ে আরও এগিয়ে যাক, নতুন নতুন ক্ষেত্রের জ্ঞান অর্জন করুক। স্বর্ণালীর এই সাফল্য শুধু তার পরিবারের নয়, গোটা ইসলামপুরের গর্ব।