ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলে সতর্কতা, সরানো হল ৫০০ জনকে

post

পূর্ব মেদিনীপুর:সম্পা জানা

 পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে হাই এলার্ট জারি করা হয়েছে। তাজপুর, শংকরপুর, দীঘা সহ উপকূল অঞ্চল পরিদর্শন করেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এবং এলাকার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রশাসনের নির্দেশে সমুদ্রের বীজ থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, উপকূলবর্তী নিচু এলাকার প্রায় ৫০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে। তাদের জন্য বিভিন্ন স্কুল ফ্লাড সেন্টারে আশ্রয় ব্যবস্থা করা হয়েছে। মৎস্যজীবীদের যাতে কোনো সমস্যা না হয়, সেই দিকেও নজরদারি চলছে।বঙ্গোপসাগর থেকে সমস্ত ট্রলার ফিরে এসেছে কিনা তা নিশ্চিত করতে নিজেই এলাকা পরিদর্শনে আসেন মৎস্য মন্ত্রী। তিনি জানান, সব ট্রলার নিরাপদে ফিরে এসেছে এবং উপকূলবর্তী এলাকায় বিপর্যয় মোকাবিলা টিম প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন স্থানীয় প্রতিনিধিরা পরিস্থিতির ওপর নজর রেখে কাজ করছে।

You might also like!