রাজনৈতিক তরজা: শতরূপের আক্রমণের পাল্টা রহিম বক্সীর বিস্ফোরক মন্তব্য

post

হরিশ্চন্দ্রপুর:সম্পা জানা

সোমবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় এলাকায় সিপিএমের শ্রমিক, কৃষক, মহিলা এবং যুব সংগঠনের ডাকে আরজিকরের ঘটনার প্রতিবাদসহ একাধিক দাবিতে রাত দখল ও অবস্থান বিক্ষোভের কর্মসূচি পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, যুব সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এদিনের মঞ্চ থেকে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীকে আক্রমণ করেন শতরূপ। তিনি বলেন, "পুলিশ কর্মবিরতি করলে মানুষ বাঁদর নাচের মতো রহিম বক্সীকে নাচাবে।" তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, "পুলিশ সরে গেলে তৃণমূল নেতারা গণপিটুনি দিতে পারবে না।" শতরূপের এহেন আক্রমণের সূত্রপাত রহিম বক্সীর আগের বক্তব্য থেকে। আরজিকরের ঘটনার প্রতিবাদী মুখকে নিয়ে রহিম বক্সী বলেছিলেন, বিরোধীদের গণপিটুনি দেওয়া উচিত। শতরূপের পাল্টা বক্তব্যে এদিনের সভায় রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছায়। তার দাবি, "আরজিকরের ঘটনার অভিযুক্তরা তৃণমূলের ঘনিষ্ঠ। ফলে যারা প্রতিবাদ করছে, তাদের নিয়ে গাত্রদাহ হচ্ছে রহিম বক্সীর।" এই রাজনৈতিক তরজায় পাল্টা জবাব দিতে পিছপা হননি রহিম বক্সীও। শতরূপের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, "মানুষের সমর্থন হারিয়ে সিপিএম পাগল হয়ে গেছে। যারা ভোটে জিততে পারে না, তাদের উত্তর দেওয়ার প্রয়োজন নেই।" এই মন্তব্য পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ বেড়েছে।

You might also like!