আবারও ঘূর্ণিঝড় আতঙ্কে সুন্দরবন

post

সুন্দরবন:সম্পা জানা

 রেমলের তাণ্ডবের ক্ষত না শুকোতেই আবারও ঘূর্ণিঝড়ের আতঙ্ক ঘিরে ধরেছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মানুষকে। প্রবল ঘূর্ণিঝড় ডানা এবার আছড়ে পড়তে চলেছে বাংলার উপকূলবর্তী এলাকায়, এমনই আশঙ্কা আবহাওয়াবিদদের। বিশেষত হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের প্রবল আঘাত হানার সম্ভাবনা রয়েছে।দুলদুলি, সাহেবখালি, হিঙ্গলগঞ্জের হাজার হাজার বাসিন্দা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। কারণ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের নদীবাঁধের অবস্থা অত্যন্ত শোচনীয়। রায়মঙ্গল, কালিন্দী সহ বিভিন্ন নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে, কোথাও কোথাও বাঁধের বিশাল অংশ ধুয়ে গিয়েছে নদীতে। প্রতি বছরই ঝড়-বৃষ্টির সময় বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা, অথচ বাঁধ সংস্কারের কাজ চলছে ধীরগতিতে। এবার যদি ঘূর্ণিঝড় ডানার আঘাতে নদীর জলস্তর বেড়ে যায়, তবে বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হবে বলে আশঙ্কা করছে এলাকার মানুষ। চাষিরা জানিয়েছেন, এই সময়ে তারা সবে ধান চাষ করেছে, কিন্তু বাঁধ ভেঙে এলাকা ডুবে গেলে তাদের ফসলের বড়সড় ক্ষতি হবে। অন্যদিকে, প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। তবে স্থানীয়দের দাবি, প্রশাসনের থেকে বরং বাঁধ সংস্কারের দিকে বেশি নজর দেওয়া উচিত, নয়তো ঘূর্ণিঝড়ের প্রভাব আরও ভয়াবহ হবে।

You might also like!