অশোকনগর:সম্পা জানা
চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হওয়া পুলিশের ধারাবাহিক অভিযানে বাইক চুরির চক্রের পর্দাফাঁস হয়েছে। বারাসাত পুলিশ জেলার আওতায় অশোকনগর, হাবরা, ও আমডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল শাহিনুর সাহাজি, সুদীপ সেন, সুখদেব মন্ডল, আব্দুল হাই সরদার এবং আসাদুল মন্ডল।পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে চুরির কৌশল ও জড়িত অন্যান্য সদস্যদের নাম উঠে এসেছে। এই অভিযানের সূত্র ধরে ২৫টি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বাইকগুলির মধ্যে অশোকনগর, হাবরা এবং আমডাঙ্গা থানা এলাকার বিভিন্ন বাসিন্দাদের বাইক রয়েছে, যেগুলি সম্প্রতি চুরি হয়ে গিয়েছিল।সোমবার অশোকনগর থানায় এই বিষয়টি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী। তিনি জানান, "পুলিশের ধারাবাহিক নজরদারি এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই চুরির চক্রটি শনাক্ত করা সম্ভব হয়েছে। ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং চুরির সঙ্গে জড়িত অন্যান্যদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।"উল্লেখ্য, অশোকনগর এবং আশেপাশের এলাকায় বেশ কিছুদিন ধরেই বাইক চুরির ঘটনা বাড়ছিল। চোরেরা মূলত রাতের অন্ধকারে বাইক চুরি করে পালিয়ে যেত। পুলিশের এই সাফল্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি করেছে।