চন্দ্রকোনা: সম্পা জানা
কালীপুজো উপলক্ষে ফের রাজ্য সড়কে চাঁদার জুলুম। অতিরিক্ত চাঁদা দিতে অস্বীকার করায় গাড়ির হেডলাইট ভাঙার অভিযোগ উঠেছে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকের জাড়া এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রাজ্য সড়কের উপর দিয়ে যাতায়াতকারী লরিগুলির থেকে ২০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছিল। অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করায় লরির চালকদের সঙ্গে চাঁদা আদায়কারীদের বচসা বাধে। অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ির হেডলাইট ভেঙে দেয়া হয় এবং চালক ও খালাসীদের শারীরিকভাবে হেনস্থা করা হয়।এতে ক্ষুব্ধ হয়ে লরির চালকরা রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ শুরু করে। ঘাটাল-আরামবাগ রাজ্য সড়কের উপর বিক্ষোভের ফলে যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস এবং অন্যান্য গাড়ি আটকে পড়ে এবং যাত্রীরা সমস্যায় পড়েন। পরিস্থিতি সামাল দিতে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং লরির চালকদের সাথে আলোচনা করে বিক্ষোভ শেষ করে।তবে পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করলেও, রাজ্য সড়কের উপর জোর করে চাঁদা আদায়ের এই ঘটনায় চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ দোষীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে, কিন্তু চাঁদা আদায়ের বিরুদ্ধে এই ধরনের জুলুম বন্ধ করার দাবি উঠছে স্থানীয়দের মধ্যে।