মেদিনীপুর:সেক রিদুয়ান হোসেন
মেদিনীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায় আজ সকালে খড়্গপুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বাংলোতে আসেন। আসন্ন উপনির্বাচনের প্রচার শুরু করার আগে তিনি দলের প্রবীণ নেতা দিলীপ ঘোষের পরামর্শ নেন। প্রার্থীপদ গ্রহণের পর থেকে দলের নানা নির্দেশনায় কাজ করলেও, আজকের এই সাক্ষাৎ বিজেপি শিবিরের এক বিশেষ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। দিলীপ ঘোষের পা ছুঁয়ে আশীর্বাদ নেন শুভজিৎ রায়, যা দেখে উপস্থিত দলের কর্মীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।১৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর প্রেক্ষিতে, বিজেপির প্রার্থী প্রচারের একধাপ এগিয়ে থাকতেই দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেন। এদিনের বৈঠকে উভয়ের মধ্যে আগামী দিনগুলিতে প্রচার পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হয়। দিলীপ ঘোষের নির্দেশনার ভিত্তিতেই শুভজিৎ রায় প্রচারের নতুন কৌশল স্থির করেন বলে জানা গেছে।প্রচারের আগে দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাত করে শুভজিৎ রায় একধাপ আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। দলের প্রভাবশালী নেতার আশীর্বাদকে নিজের জন্য শুভলক্ষণ মনে করছেন তিনি। ২৩ নভেম্বর উপনির্বাচনের ফলাফল প্রকাশ পাবে। এর আগে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রচারের হালচাল বিচার করে বিজেপি তাদের কৌশল পুনর্বিন্যাস করবে। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগমুহূর্তে এই উপনির্বাচন বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।