হাতির তাণ্ডবে ত্রাসের ছায়া বাঁকুড়ার জয়পুরে

post

বাঁকুড়া: সেক রিদুয়ান হোসেন

দলছুট হাতির তাণ্ডবে কাঁপছে বাঁকুড়ার জয়পুর ও আশেপাশের গ্রামগুলি। রাতভর জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে দাপিয়ে বেড়ালো হাতির দল, ধান জমির উপর দিয়ে চলল তাদের ধ্বংসযজ্ঞ। বনদপ্তরের সজাগ পাহারা সত্ত্বেও হাতির দল আক্রমণ চালায় কাটুল টাঙ্গিপাড়া গ্রামের ধান জমিতে। একের পর এক বিঘা জমির ফসল পিষে ফেলল হাতিরা, আর ক্ষতির বোঝা বয়ে চলছে এলাকার কৃষকরা।গতকাল রাতে ছয় থেকে সাতটি হাতির একটি দল বনলতা ও বনফুল সংলগ্ন এলাকা থেকে সমুদ্র বাঁধ পেরিয়ে ধান জমিতে নেমে পড়ে। সারা রাত তাণ্ডব চালিয়ে অন্যদিক থেকে আরও ১০-১২টি হাতির আরেকটি দল জয়পুর জঙ্গলে প্রবেশ করে। হাতির এই উপস্থিতি ও উৎপাত আতঙ্ক ছড়িয়েছে কার্টুল, বেলসুল, তীভঙ্গ, কাশিপুর, রাজগঞ্জ, কোদালবাঁধি, শ্যামনগর, মুড়াবাড়ি, সাতপুকুর সহ একাধিক গ্রামে।শুধু এখানেই শেষ নয়, সূত্র মারফত জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা জঙ্গল থেকে চল্লিশটি হাতির আরেকটি দলও জয়পুরের দিকে আসছে। ইতিমধ্যেই ২০-২৫টি হাতি জয়পুর জঙ্গল দখল করেছে। সেখানে চল্লিশটি নতুন হাতির দল প্রবেশ করলে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে আশঙ্কা এলাকাবাসীর। ভয়ে দিন গুনছেন জঙ্গল সংলগ্ন এলাকার মানুষজন।

You might also like!