হাবড়া:সেক রিদুয়ান হোসেন
রাজনৈতিক আন্দোলনের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, বর্তমানে যে আন্দোলন চলছে, তা নিয়ে আমরা সকলেই বিভ্রান্ত। সাধারণ মানুষও বিষয়টি বুঝতে পারছে না। তবে পেছন দিক থেকে বামপন্থীরাই আন্দোলনকে চালিয়ে যাচ্ছে।তিনি উল্লেখ করেন যে, বামপন্থীরা পুরনো এক নেতা কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করছেন। তিনি বলেন, যারা বলছেন বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং হয়ে গেছে, তারাই আবার সেটিং করছে। ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়েছে।দিলীপ ঘোষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রশংসা করেন এবং তাদের প্রতি আশাবাদী। তিনি বলেন, ডাক্তাররা যে লড়াইটা করছেন, তার প্রতি আমাদের পূর্ণ ভরসা রয়েছে। তাদের যেন এই লড়াই মাঝখানে ছেড়ে না দেন বা দালালদের হাতে সঁপে না দেন।তিনি আরও বলেন, সময় বলবে আন্দোলন কোন দিকে যাচ্ছে। মানুষ আরজি কর হাসপাতালের আন্দোলন নিয়ে আশা করে বসে আছে, তবে সেটি গৌণ হয়ে যাচ্ছে। সেটি যাতে মুখ্য হয়ে ওঠে, সেজন্য আমি চেষ্টায় রয়েছি।দিলীপ ঘোষ বলেন, আরজি করের আন্দোলন চলবে, নির্বাচনের আবহও চলতে থাকবে। বিরোধী দল হিসেবে আমরা তৃণমূলের সঙ্গে লড়াই চালিয়ে যাব। রবিবার বিকেলে হাবড়ার বাণীপুরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।