ডাক্তারদের হুমকিতে মৃত্যুর আশঙ্কা : বক্তা শুভেন্দু অধিকারী

post

দ্বাড়িবেড়িয়া:সেক রিদুয়ান হোসেন

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে দ্বাড়িবেড়িয়াতে অনুষ্ঠিত বিজয়া সম্মেলনীতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হন। এসময় তিনি চিকিৎসকদের হুমকি ও তৃণমূল নেতাদের অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।শুভেন্দু অধিকারী বলেন, জুনিয়র ডাক্তাররা হুমকি দিচ্ছেন যে মঙ্গলবার থেকে পেন ডাউন করবেন। এই হুমকির মানে হল, আমাদের আবদার মানা না হলে তারা মানুষ মারা শুরু করবেন। কারণ চিকিৎসা বন্ধ রাখার মানে হল মানুষের মৃত্যু। তাই এ ধরনের আচরণ আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।এরপর তিনি তৃণমূলের কালনার বিধায়কের বক্তব্যের প্রসঙ্গে বলেন, বিচার ব্যবস্থার একাংশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিচারপতিদের একটি অংশকে বিজেপির লোক বলার মাধ্যমে তৃণমূল নেতারা নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। এর মাধ্যমে তারা নিজেদের দুর্বলতা প্রকাশ করছেন।এছাড়া কুণাল ঘোষের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শুভেন্দু বলেন, ডাক্তাররা যেভাবে ওষুধ কোম্পানির পয়সায় বিদেশ ভ্রমণ করছেন এবং সরকারি হাসপাতালে না থেকে প্রাইভেট প্র্যাকটিস করছেন, তা অগ্রহণযোগ্য। এসব ডাক্তারদের চিনে রাখার জন্য জনগণকে সতর্ক করা হচ্ছে।এভাবে শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যের মাধ্যমে ডাক্তারদের প্রতি উদ্বেগ প্রকাশ করেন এবং তৃণমূলের নেতাদের অবস্থানকে তীব্র সমালোচনা করেন।

You might also like!