নেশা ছাড়ানোর নামে নেশা মুক্তি কেন্দ্রে থাকা যুবকদের প্রতিনিয়ত মারধর

post

নেশা ছাড়ানোর নামে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি থাকা যুবকদের প্রতিনিয়ত মারধর করা হতো এমনকি ঠিকঠাক খাবারও দেওয়া হতো না বলে অভিযোগ। হাবরার ফুলতলা এলাকায় থাকা ওই নেশা মুক্তি কেন্দ্র থেকে বাইশ জন যুবক নেশা মুক্তি কেন্দ্রের গেট ভেঙে পালালো। পরে তারা তাদের সঙ্গে হওয়া ঘটনার কথা সংবাদমাধ্যমের সামনে বলেন। ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অত্যাচার না হলে এতোজন একসঙ্গে কেন দরজা ভেঙে পালালো ? প্রশ্নের সঠিক সদুত্তর দিতে পারেনি ওই নেশা মুক্তি কেন্দ্রের কর্তারা। তবে মারধরের ঘটনার কথা তারা অস্বীকার করছেন। এলাকার বাসিন্দারা চান ওই নেশা মুক্তি কেন্দ্রটি বন্ধ হয়ে যাক। ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও অনেকেই জানান জোরে গান চালিয়ে তারপর ভেতরে চলতো অত্যাচার। ওই কেন্দ্রে ভর্তি থাকা যুবকদের পরিবারের লোকজন প্রতিমাসে সংস্থাকে টাকা দিলেও কেন যুবকরা ঠিকঠাক খাবার পাবে না বা অত্যাচারের শিকার হবেন তা নিয়েও ক্ষুব্ধ তারা। প্রশ্ন উঠছে স্বাস্থ্য বিভাগ বা সামাজিক কল্যাণ সুরক্ষা দপ্তর আদৌ ঠিকঠাক এই ধরনের নেশা মুক্তি কেন্দ্রের উপর নজরদারি চালায় তো ?

You might also like!