মহিলা চিকিৎসককে হুমকি, গালিগালাজ। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক

post

মহিলা চিকিৎসককে হুমকি, অশালীন ভাষায় গালাগালি করার অভিযোগ উঠল  অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে।

সারা রাজ্য যখন মহিলা দের নিরাপত্তার দাবিতে উত্তাল ঠিক তখনই মহিলা চিকিৎসককে  হুমকির অভিযোগ উঠল বারুইপুর মহকুমা হাসপাতালে।বারুইপুর মহকুমা হাসপাতালের আয়ুর্বেদিক ডাক্তার শবরী সেনগুপ্ত। তার অভিযোগ আয়ুর্বেদিক ডিপার্টমেন্টের সামনেই অ্যাম্বুলেন্স পার্কিং করা হয়। এর ফলে চিকিৎসক,চিকিৎসা কর্মী এবং রোগীদেরও যাতায়াতের সমস্যার মধ্যে পড়তে হয়। বিষয়টি নিয়ে এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। সেই সময় দিন ১৫ জন্য বিষয়টির সমস্যার সমাধান হলেও ফের নতুন করে এই সমস্যা দেখা দেয়। ফের তিনি বাধা দিলে আজ অ্যাম্বুলেন্স চালকরা তাকে হুমকি দেয় বলে অভিযোগ। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এসবে আতঙ্কিত ওই মহিলা চিকিৎসক। বিষয়টি সাথে সাথেই তিনি হাসপাতালের সুপার স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন।

  প্রসঙ্গে হাসপাতালের সুপার ধীরাজ রায় জানান হাসপাতালের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স যারা চালান তাদেরকে বারে বারে বলা হয়েছে অ্যাম্বুলেন্স এমন কোন জায়গায় রাখবেন না যাতে পেশেন্টের গাড়ি ঢুকতে অসুবিধা হয়... আজ ডঃ  শবরী সেনগুপ্ত একটি অভিযোগ করেন  তিনি যখন হাসপাতালে ঢুকছিলেন তখন অ্যাম্বুলেন্স এমন জায়গায় রাখা ছিল যাতে পেশেন্টের অসুবিধা হয়.. তাই তিনি অ্যাম্বুলেন্স চালকদের বলেন অ্যাম্বুলেন্স এখানে  না রাখতে... ঠিক তখনই অ্যাম্বুলেন্স চালক মহিলা চিকিৎসক কে অকথ্য ভাষায় গালাগালি করেন... হুমকিও দেন.. এটা মেনে নেওয়া যায় না... আমরা আই সি সাহেব কে চিঠি করেছি... এর একটা উপযুক্ত ব্যবস্থার জন্য| যার বিরোধী এই অভিযোগ সেই অ্যাম্বুলেন্স চালক অবশ্য ক্যামেরার সামনে কোন কথাই বলতে চান নিঘটনাস্থলে খবর পেয়ে আসেন বারুইপুর থানার পুলিশ...পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে বারুইপুর থানা |

You might also like!