কৃষ্ণনগরের কিশোরী নির্যাতনকাণ্ডে সুবিচার দাবিতে পদযাত্রায় শুভেন্দু অধিকারী

post

কৃষ্ণনগর: সম্পা জানা

কৃষ্ণনগরের এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে নেমেছে শোকের ছায়া। অভিযোগ, নির্যাতিতার মৃত্যুর পেছনে রয়েছে একটি নৃশংস অপরাধচক্রের হাত। এই ঘটনার সঠিক তদন্ত ও সুবিচারের দাবিতে গতকাল কৃষ্ণনগরে একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। জনসাধারণের বিপুল অংশগ্রহণে পথঘাট প্রায় ভরে ওঠে।পদযাত্রার নেতৃত্ব দেন বাংলার প্রতিবাদী কন্ঠস্বর এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ও প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, একটি অসহায় কিশোরীকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনতেই হবে। বাংলার মাটি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।পদযাত্রার শেষে শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন যে এই মামলার তদন্তে প্রশাসনের গাফিলতি রয়েছে এবং সরকার নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করতে চাইছে। তিনি আরও জানান, এটি শুধুমাত্র এক কিশোরীর লড়াই নয়, এটি গোটা সমাজের লড়াই। প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।পদযাত্রায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সমাজকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তাদের দাবী একটাইযত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। শুভেন্দু অধিকারীর আহ্বান, নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার না দেওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।

You might also like!