ছটপূজোর পর সাবধানে থাকো: তৃণমূল কাউন্সিলরকে হুমকির চিঠি, চাঞ্চল্য আসানসোলে

post

আসানসোল:সম্পা জানা

 আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ সেলিম আখতার আনসারী হুমকির চিঠি পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে কুলটি ডাকঘরের এক ডাক কর্মী স্পিড পোস্টের মাধ্যমে আনসারীর বাড়িতে চিঠিটি পৌঁছে দেন। চিঠি খুলতেই তিনি দেখেন, সাদা কাগজে লেখা রয়েছে, ‘ছটপূজোর পর সাবধানে থাকো মোহাম্মদ সেলিম আখতার আনসারী কাউন্সিলার -৬৩। এছাড়া চিঠির ওপর লাল দাগও দেওয়া রয়েছে, যা আতঙ্ক আরও বাড়িয়েছে।ঘটনার পরপরই কুলটি থানায় আনসারী অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা তাঁকে স্পিড পোস্টের মাধ্যমে এই হুমকি পাঠিয়েছে। চিঠিতে নাম উল্লিখিত থাকায় বিষয়টি তিনি মোটেও হালকাভাবে নিচ্ছেন না। পুলিশের কাছে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং স্পিড পোস্টের মাধ্যমে চিঠিটি আসায় এর উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। এদিকে, দলের উচ্চ নেতৃত্বকে ঘটনাটি জানানো হয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন হুমকির মুখে আনসারী যথেষ্ট চিন্তিত হলেও, দল এবং প্রশাসনের উপর আস্থা রেখেছেন। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের নেতা-কর্মীরা আনসারীর পাশে রয়েছেন এবং কেউ কোনওরকম বিশৃঙ্খলা বা হুমকি সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

You might also like!