শিলিগুড়ি:সম্পা জানা
শিলিগুড়িতে এক নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কার্সিয়াংয়ের বাসিন্দা অর্চনা থাপা (২৪) শিলিগুড়ির মিলনপল্লীর একটি হোস্টেলে সহকর্মীদের সঙ্গে থাকতেন এবং স্থানীয় নার্সিংহোমে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় সেই হোস্টেল থেকেই অর্চনার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ মৃত্যুর সঠিক কারণ নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, হোস্টেলের নিয়ম-শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ ছিল। তাঁরা পুলিশের ওপর দোষারোপ করেন এবং উত্তেজিত জনতা পুলিশ ও নার্সিংহোমের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। স্থানীয় কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান যতন সাহা বলেন, “এলাকার এক আবাসিক বাড়িতে কীভাবে হোস্টেল গড়ে উঠেছে, সে বিষয়ে কোনো তথ্য নেই।”অর্চনার অস্বাভাবিক মৃত্যুতে শিলিগুড়ির নার্সিং কমিউনিটিতেও শোকের ছায়া। সহকর্মীরা জানান, সম্প্রতি তাঁর আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে। আপাতত পুলিশের প্রাথমিক লক্ষ্য, এই মৃত্যুর পেছনের রহস্য উদ্ঘাটন করা এবং সঠিক কারণ খুঁজে বের করা।