শব্দবাজি উদ্ধার: এগরার পুলিশকে এলাকা বাসীর অভিনন্দন

post

এগরা:সম্পা জানা

 পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশের একটি বড় সাফল্য এলাকা বাসীকে আনন্দিত করেছে। দীপাবলির আগে খাদিকুল বিস্ফোরণের স্মৃতি উস্কে, পুলিশ প্রায় তিন লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করেছে।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তির পাশাপাশি পুলিশের প্রতি আস্থা বাড়ছে। এগরা থানার পুলিশ ফিল্মী কায়দায় অভিযান চালিয়ে অভিযুক্তকে তাজপুর-হেঙ্গুনবাড়ি সংলগ্ন গৌরপাহাড়ি বাসস্ট্যান্ড থেকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতের নাম অরবিন্দ ভূঞা (৪৮), যিনি এগরা থানার নিমকবাড় গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া শব্দবাজির মধ্যে বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্য ছিল, যা দীপাবলির সময় বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আটক করা শব্দবাজির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এই সাফল্যে এলাকার বাসীরা খুশি হয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।এলাকার মানুষ আশা করছেন, এ ধরনের অভিযান চলমান থাকলে আগামী দিনে নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে এলাকা বাসীর মধ্যে শান্তি ও নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি পাবে।পুলিশের এই সাফল্য এলাকায় আনন্দের উপলক্ষ তৈরি করেছে, এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, অপরাধীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলতে থাকলে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন হবে।

You might also like!