মালদা: সম্পা জানা
মালদার বামনগোলার শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে প্রতি বছর ধুমধাম করে পূজিত হন ১৮ হাত বিশিষ্ট মহালক্ষ্মী। গত ২৫ বছর ধরে কোজাগরী পূর্ণিমা তিথিতে এই পুজোর আয়োজন করা হয়। বুধবার সকাল থেকেই আশ্রমে শুরু হয়েছে দেবীর মহালক্ষ্মী রূপে পুজো। রাতে দেবী পূজিত হন কোজাগরী লক্ষ্মী রূপে।আশ্রমের স্বামী আত্মাপ্রেনান্দ মহারাজ জানান, ১৯৯৮ সালে আশ্রমের প্রতিষ্ঠা হয় এবং ১৯৯৯ সাল থেকে শুরু হয় ১৮ হাত বিশিষ্ট মহালক্ষ্মীর পুজো। দেবীর এক হাতে থাকে চক্র এবং অন্যান্য হাতে ত্রিশূল, গদা, তীর-ধনুক, বজ্র, কুঠার, পদ্ম, শঙ্খ সহ বিভিন্ন অস্ত্র। তাঁর এই রূপ অসুরবধের প্রতীক।এখানে পুজোর আচার-অনুষ্ঠানে রয়েছে ভিন্নতা। কোজাগরী পূর্ণিমার রাতে ১৬ রকমের উপাচার দিয়ে পুজো সম্পন্ন করা হয়। দেবীকে ১০৮টি বেল পাতা অর্পণ করা হয় এবং ভোগে থাকে ৫ রকম ভাজা, ৩ রকম তরকারি, ডাল, ও মিষ্টি। সকালে দেবীকে বস্ত্র, আলতা, কাজল, ধূপচি, চিরুনি, ও অন্যান্য সামগ্রী দিয়ে পূজা করা হয়। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এই আশ্রমেই ১৮ হাতের মহালক্ষ্মীর পূজা হয়ে থাকে। লক্ষ্মী, দুর্গা, এবং চণ্ডী রূপে এখানে দেবীকে বিভিন্ন ভাবে পূজিত করা হয়। আশ্রম কর্তৃপক্ষ জানান, দেবীর এই রূপ মূলত কাল্পনিক ভাবনায় তৈরি এবং মহালক্ষ্মীর শক্তির প্রকাশ। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, যা দেখতে বহু দূর থেকে ভক্তরা ভিড় জমান আশ্রমে।