শোলায় শিশুর মৃ*ত্যুতে এলাকায় শোকের ছায়া

post

চন্দ্রকোনা: সম্পা জানা

পুকুরের জলে ডুবে মৃত্যু হল দেড় বছরের শিশুর! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা নম্বর ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামে। শিশুটির নাম বনি আমিন, বাবার নাম রাজ্জাক সরকার।স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অন্যান্য দিনের মতো খেলছিল। সে কখনও পুকুরের ধারেও যায়নি। কিন্তু বেশ কিছু সময় ধরে দেখতে না পাওয়ায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। যখন চারিদিকে খোঁজার পরও কিছুই পাওয়া যায়নি, তখন তারা সামনের পুকুরের কাছে গিয়ে দেখেন একটি কিছু ভাসছে। লোকজন জড়ো হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।  গ্রামবাসীরা জানান, শিশুটির মৃতদেহ প্রায় এক ঘণ্টা পরে ভেসে উঠেছে।শিশুটিকে দ্রুত ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিশুর বাবা, মা এবং অন্যান্য পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে, শিশুর বাবা অন্য রাজ্যে কাজ করেন এবং প্লেন করে বাড়ি ফিরছেন। এলাকার মানুষজন অভিযোগ করেন যে ওই পুকুরে অনেক বছর ধরেই দূষিত জল রয়েছে। তাঁরা জানান, ওই পুকুরের জলে ডেঙ্গু জ্বর ছড়াচ্ছে এবং এতে অসুস্থ হয়ে পড়ছেন পাড়ার বাসিন্দারা। আজ চোখের সামনে শিশুর মৃত্যু দেখে পুরো পরিবার এবং প্রতিবেশীরা দিশাহারা হয়ে পড়েছেন।

You might also like!