বীরভূম: সম্পা জানা
বীরভূমের সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত বিজয়া সম্মিলনীতে সনাতনের সেবক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেন। উপস্থিত হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু বলেন, "রাজ্যে সীমাহীন দুর্নীতি ও সন্ত্রাস চলছে। নারী সুরক্ষা বলতে কিছু নেই।" তিনি উল্লেখ করেন, "আর জি কর ধর্ষণকাণ্ড, জয়নগর ঘটনা, এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা নারী নির্যাতনের নির্লজ্জ উদাহরণগুলো প্রমাণ করছে, মমতা সরকারের শাসনে নারী সুরক্ষা ভঙ্গুর হয়ে পড়েছে।" মহিলাদের সুরক্ষায় দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন তিনি। শুভেন্দু অভিযোগ করেন, "বিজেপি কর্মী ও সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, পুলিশ দিয়ে অত্যাচার করা হচ্ছে।" রাজ্যের সর্বস্তরে দুর্নীতির প্রসঙ্গে তিনি আরও বলেন, "দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং, মিথ্যে মামলা করে নিরীহ মানুষকে ভীতির মধ্যে রাখার চেষ্টা চলছে।"মমতা সরকারের বিরুদ্ধে মুখ খোলার পাশাপাশি শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, "এই সরকারের উৎখাত সময়ের দাবি। সর্বস্তরের মানুষ তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ।" বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই তিনি রাজ্যজুড়ে সন্ত্রাস, দুর্নীতি এবং পুলিশ অত্যাচারের বিরুদ্ধে জনজাগরণ গড়ে তোলার ডাক দেন।তিনি বলেন, "আমরা বিজেপি-র কর্মীরা সংহত ও শক্তিশালী। যে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। রাজ্য জুড়ে মমতার স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে হবে।"