ধুলিগাঁও:সম্পা জানা
ইসলামপুর ব্লকের ধুলিগাঁও এলাকায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্য আর্জুনা বেগম ও পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি করছেন পঞ্চায়েত সদস্য আর্জুনা বেগম ও তার স্বামী। আর্জুনার স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের ভাই। গ্রামবাসীরা দাবি করেন, আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ হাজার ৫০০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। কিছুদিন আগে পঞ্চায়েত প্রধান নুরি বেগম প্রায় ২০০ জনের টাকা ফেরত দিলেও, আরও অনেকে এখনও টাকা ফেরত পাননি। সোমবার প্রথমে পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। পরে পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার ও পুলিশ। দীর্ঘ আলোচনার পর অঞ্চলের সভাপতি মহিলাদের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে আর্জুনা বেগম বলেন, "আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।" এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।